শুক্রবার, ১১ জুন, ২০২১

লেবু গাছের আগা মরা/Die back বা এনথ্রাকনোজ/Anthracnose রোগ ও তার প্রতিকার

 লেবুগাছে আগা মরা/Die back বা এনথ্রাকনোজ/Anthracnose রোগ হলে সাধারণত কি কি সমস্যা দেখা যায় সেগুলো কি ভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে এখানে আলোচনা করা হলো:

রোগের নাম: আগা মরা/Die back বা এনথ্রাকনোজ/Anthracnose

রোগের কারণঃ কোলেটোট্রিকাম গ্লোওস্পোরোয়ডিস/Colletotrichum gloeosporioides  নামক একরকম  ছত্রাকের আক্রমণে রোগ হয়ে থাকে

রোগের বিস্তারঃ এই রোগটি ছত্রাক ঘটিত, এই ছত্রাক মাটিতে ও গাছের পরিত্যক্ত অংশে বেঁচে থাকে। বসন্তকালে বৃষ্টি পড়ার সাথে সাথে কালো বিন্দুগুলো ফেটে কনিডিয়াম বের হয়। বৃষ্টির জলের ছিটা ও বাতাসের সাহয্যে আক্রান্ত গাছ থেকে কনিডিয়াম ছড়িয়ে পড়ে এবং অন্য গাছকে আক্রমণ করে।

রোগের লক্ষণ: 

  • পুরোনো পাতায় সবুজ দাগ দেখা যায়। 
  • ধীরে ধীরে সেগুলি বাদামি হয়ে যায়| 
  • পাতার আগায় ও কিনারায় এটা বেশি হয়| 
  • আক্রান্ত ডালগুলি আগার দিক থেকে  ধীরে ধীরে শুকিয়ে যায়, পাতা ঝরে যায় এবং ধীরে ধীরে মারা যায়|

রোগের প্রতিকার:

নীরোগ বীজতলার চারা ব্যবহার করতে হবে।

 মাটিতৈরির সময় অবশ্যই ভালো কোনো বায়ো ফাঙ্গিসাইড (ট্রাইকোডার্মা ভিরিডিসিউডোমোনাস ফ্লুরোসেন্স)  ব্যবহার করতে হবে |    

 গাছের মরা ডালপালা,  আক্রান্ত ডাল পালা ও অতি ঘন ডাল পালা ছেঁটে পরিস্কার করে দিতে হবে।

 আক্রান্ত অংশ ছাটার সময় দাগের নীচেও কিছুটা সুস্থ অংশ কেটে ফেলতে হবে এবং কাটা অংশে বর্দোপেষ্ট বা ভালো কোনো ফাঙ্গিসাইড লাগাতে হবে।

 গাছের নিচে ঝরে পড়া পাতা ও ফল সংগ্রহ করে পুড়িয়ে  ফেলতে হবে।

 গাছকে সতেজ রাখার জন্য প্রয়োজনীয় সুষম সার শিকড়ের চারপাশে দিয়ে জল সেচ দিতে হবে।

 প্রোপিকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার জলতে ০.৫ মিলিলিটার হারে মিশিয়ে গাছে ৭-১০ দিন পর পর ২-৩ বার গাছে স্প্রে করতে  হবে।


বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

জৈব পটাশ এর উৎস/ Sources of Organic Potash

 


উৎস

N%

P%

K%

বড়জাতের সামুদ্রিক শ্যাওলা/Kelp

1

0

1.2

সবুজ বালি/green sand

0

0

3

শক্ত কাঠের ছাই /Hardwood Ash

0

0

1-10

আলফালফা/Alfalfa

2

1

2

ভেড়ার বিষ্ঠাসার /Sheep Manure

0.7

0.3

0.9

ছাই/ Ash

0

1

3

কলার খোসা/ banana skins

0.6

0.4

11.5

বাদুড়ের মল /Bat Guano

8

6

1

তুলোর বীজের গুঁড়ো /Cotton Seed Meal

6

3

1

গোবর সার/Cow Manure

2.5

1

1.5

মুরগির বিষ্ঠা সার/Chicken Manure

0.9

0.5

1.5

মাছ গুঁড়ো/Fish Meal

10

5

4

কেঁচোসার/Vermicompost

2

1.60

1.50